Premalu সিনেমাটা Girish A.D এর তৈরি করা একটা comedy, romantic movie । Naslen K. Gafoor ও Namitha Baiju অভিনীত সিনেমাটি তে বর্তমান generation এর একতরফা প্রেম কাহিনী দেখানো হয়ছে । সিনেমাটা তে অভিনয় করা অ্যাক্টর, অ্যাকট্রেস দের খুব ভালো অভিনয় এর জন্য বর্তমান সময়ে প্রেমিক প্রেমিকা কে খুব অনুপ্রাণিত করেছে।
বিশেষ করে Actor ও Actress বাদে Sangeeth Prathap, Akhila Bhargavan, Shyam Mohan এই তারকা দের অভিনয়ও দর্শক দের মন জয় করে নিয়েছে।
Premalu movie Top Cast, Director, Producers, Cinematography, Writter, Screen Time, IMDb RATING
Details | Information |
---|---|
Top Cast | Naslen K. Gafoor, Namitha Baiju, Shyam Mohan, Akhila Bhargavan, Meenakshi Raveendran, Althaf Salim, Sangeeth Prathap, Shameer Khan |
Director | Girish A.D. |
Producers | Fahadh Faasil, Syam Pushkaran, Dileesh Pothan |
Cinematography | Ajmal Sabu |
Writer | Kiran Josey |
Screen Time | 2h 36m |
IMDb Rating | 7.8/10 |
- আরও বিস্তারিত জানুন Premalu তে ক্লিক করে।
Premalu movie Synopsis
Premalu সিনেমাটি তে প্রথমে দেখানো হয় মেয়েদের কাছ থেকে rejection পাওয়া এক প্রেমিক Sachin কে । যে চেষ্টা করছিল UK যাবে বলে কিন্তু সে ভিসা না পাওয়ার জন্যে প্রথমে UK যেতে পারে নি । কিন্তু পরে আবার ছয় মাস পর আবার ভিসার জন্য অ্যাপ্লাই করবে ভাবে। পরে অমল নামে একবন্ধু তাকে Hyderabad নিয়ে আসে GATE Exam এর preparation এর জন্যে ।
GATE coaching এর এক টিচার এর বিয়ে তে তার পরিচয় হয় Reenu নামে এক মেয়ের সঙ্গে , প্রথম দেখা তে সে তাকে ভালোবেসে ফেলে । Reenu Hyderabad এর একটা IT Sector এ চাকুরি করে। বিয়ে বাড়ি থেকে Sachin,Amal এর সঙ্গে Reenu ও তার বান্ধবী Karthika, Hyderabad ফিরে আসে। পরে তারা Hyderabad এ একে অপরের সঙ্গে দেখা করে এবং Sachin একদিন ভাবে সে Reenu কে ভালোবাসে এটা জানাবে কিন্তু Karthika জানায় যে যদি Sachin এর কোনো career না থাকার জন্য Reenu তাকে Reeject করে দেবে। সেই ভেবে Sachin অনেক দিন তাকে ভালোবাসার কথা টা জানায় না ।
Reenu এর তরফ থেকে সচিন এর প্রতি কোনো feeling ছিল না । তাই পরে Sachin, Reenu কে Propose করলে Reenu , Sachin কে Reject করে । Sachin তার পর দিন ই চেন্নাই চলে যায়। Reenu তাকে খুব মিস করে ।
সচিন তার ভিসা re apply করার পর শেষ পর্যন্ত UK এর ভিসা approve হলে সে UK যাওয়ার জন্যে বেরিয়ে পরে । সে Karthika এর বিয়ের অনুষ্ঠান এ আসে UK যাওয়ার আগের দিন। সেখানে Reenu তাকে Airport এ drop করতে যাওয়ার সময় Sachin এর সঙ্গে যায়। Reenu বুঝতে পারে Sachin এর এর Hyderabad এ না থাকার সময় সে বুঝতে পারে যে সে Sachin কে কতটা ভালোবাসতো । তাই Airport এ যাওয়ার সময় Reenu, Sachin কে Propose করে , সচিন Accept ও করে Reenu কে, Sachin UK চলে যায়। এই ভাবে একটা বিরহের মিলন হয়।
Premalu movie Cast Performance
Premalu সিনেমাটা রোমান্টিক, কমেডি movie হিসেবে সাফল্যের সঙ্গে entertain করেছে দর্শকদের। Naslen K. Gafoor ও Sangeeth Prathap এর বিছানায় ঘুমানোর জন্য টস র মুহূর্ত থেকে শুরু করে বিয়ে বাড়িতে জোরে গাড়ি চালানো , খুব ভালো কমেডি দর্শক উপভোগ করেছে। Naslen K.Gafoor ও Namitha Baiju দুজনের রোমান্টিক দৃশ্য গুলো বর্তমান generation এর ছেলে মেয়ে দের মনে ভালোবাসার জোয়ার এনে দিয়েছে । এছাড়াও এই সিনেমা তে অভিনয় করা সবাই খুব ভালো অভিনয় কৌশল এর পরিচয় দিয়েছে।
Premalu movie Cinematography and Direction
Premalu সিনেমাটা Cinematographer Ajmal Sabu ও Director Girish A.D. এর তৈরি করা 2 ঘণ্টা 36 মিনিটের খুব ভালো একটা সিনেমা সিনেমার director খুব ছোট্ট ছোট্ট details এর ওপর গুরত্বারোপ করা হয়েছে ক্যামেরার বিভিন্ন angle থেকে। বিয়ে বাড়ির অনুষ্ঠান খুব ভালো ফুটিয়ে তোলা হয়েছে Screen এ। IT Sector এ কর্মক্ষেত্রের দৃশ্য ও খুব ভালো তুলে ধরা হয়েছে। Train journey এর দৃশ্য টাও খুব ভালো লেগেছে দর্শকদের। Hyderabad বেড়ানো দৃশ্যটা তে director Hyderabad শহর টা কে নিখুত ভাবে সিনেমার পর্দায় তুলে ধরেছেন।
Premalu movie Screenplay and Dialogue
Premalu সিনেমাতে Screenplay টা খুব ভালো হয়েছে। এটি একটি খুব ভালো মধুর ভালোবাসার কাহিনী । সিনেমাটি তে Dialogue delivery খুব সুন্দরভাবে হয়েছ অভিনেতা অভিনেত্রী দের দ্বারা । Screenplay তে সিনেমার শেষে বিরহের মুহূর্ত টা খুব ভালো ফুটিয়ে তোলা হয়েছে। বিয়ে বাড়ি, সিনেমার শুরু তে কলেজ জীবন খুব ভালো দেখানো হয়েছ।
Premalu movie Music and Sound Design
Premalu সিনেমাতে Music ও Sound design রোমান্টিক সিনেমা অনুসারে খুব ভালো হয়েছ। সিনেমাতে background music টা অপূর্ব যখন কোনো রোমান্টিক দৃশ্য চলছে । এছাড়াও সিনেমার গান গুলো খুব ভালো।
Premalu movie Final take
Premalu সিনেমাটি Director Girish A.D. এর স্পর্শে খুব সুন্দর উপস্থাপিত হয়েছে । Actor Naslen K. Gafoor ও actress Namitha Baiju এর মধ্যে প্রেমের আবেগ, বিরহ ও পূর্ণতা তুলে ধরা হয়েছে , যা দর্শক দের মন চুরি করে নিয়েছে।
People Also Ask
Premalu সিনেমার পরিচালক কে?
Premalu সিনেমার পরিচালক হলেন Girish A.D.।
Premalu সিনেমার প্রধান চরিত্রে কে কে অভিনয় করেছেন?
প্রধান চরিত্রে অভিনয় করেছেন Naslen K. Gafoor এবং Namitha Baiju। এছাড়াও Sangeeth Prathap, Akhila Bhargavan, Shyam Mohan এবং অন্যান্যরা অভিনয় করেছেন।
Premalu সিনেমার প্রযোজক কারা?
এই সিনেমার প্রযোজকরা হলেন Fahadh Faasil, Syam Pushkaran এবং Dileesh Pothan।
Premalu সিনেমার IMDb রেটিং কত?
Premalu সিনেমার IMDb রেটিং ৭.৮/১০।
Premalu সিনেমার মোট সময়কাল কত?
সিনেমার মোট সময়কাল ২ ঘণ্টা ৩৬ মিনিট।
Premalu সিনেমার গল্প কেমন?
Premalu সিনেমার গল্পে একজন তরুণ, Sachin, প্রেমে পড়ে Reenu নামে এক মেয়ের। কিন্তু তার প্রস্তাব Reenu প্রত্যাখ্যান করে। পরে Reenu বুঝতে পারে যে সে Sachin কে ভালোবাসে এবং শেষ পর্যন্ত তারা একে অপরকে পায়।
Premalu সিনেমায় cinematography কে করেছেন?
সিনেমার Cinematography করেছেন Ajmal Sabu।
Premalu সিনেমায় সেরা কমেডি দৃশ্য কোনটি?
Naslen K. Gafoor ও Sangeeth Prathap এর বিছানায় ঘুমানোর জন্য টস করার দৃশ্য এবং বিয়ে বাড়িতে জোরে গাড়ি চালানোর মুহূর্তটি দর্শকদের মধ্যে সেরা কমেডি দৃশ্য হিসাবে প্রশংসিত হয়েছে।
Premalu সিনেমার সংগীত ও সাউন্ড ডিজাইন কেমন?
Premalu সিনেমার সংগীত এবং সাউন্ড ডিজাইন খুবই মানানসই হয়েছে, বিশেষত রোমান্টিক দৃশ্যগুলিতে। গান এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক দর্শকদের মন ছুঁয়ে যায়।