Stree 2 সিনেমাটা Amar Kaushik এর তৈরি করা একটা horror, comedy movie । মুখ্য চরিত্রে Rajkummar Rao ও Shraddha Kapoor অভিনয় করা এই সিনেমাটি দুজনের মধ্যে প্রেম ও সারকাটা নামক এক ভূত কে শেষ করার কাহিনী হয়েছে । সিনেমাটা তে অভিনয় করা অ্যাক্টর, অ্যাকট্রেস দের খুব ভালো অভিনয় এর জন্য ফ্যানদের কে খুব অনুপ্রাণিত করেছে কারণ অনেকদিন পর খুব ভালো একটা horror সিনেমা তারা উপভোগ করেছে।
বিশেষ করে Rajkummar Rao ও Shraddha Kapoor বাদে Pankaj Tripathi, Abhishek Banerjee, Aparshakti Khurana, Akshay Kumar, Varun Dhawan এই তারকা দের অভিনয়ও দর্শক দের মন জয় করে নিয়েছে।
Stree 2 movie Top Cast, Director, Producers, Writters, Music directors, Production Companies, Screenplay, Screen Time, IMDb RATING
- Top Cast : Rajkummar Rao, Shraddha Kapoor, Pankaj Tripathi, Abhishek Banerjee, Aparshakti Khurana, Akshay Kumar, Varun Dhawan, Tamannaah Bhatia
- Director : Amar Kaushik
- Producers : Dinesh Vijan, Jyoti Deshpande
- Writters : Niren Bhatt, Krishna D.k. , Raj Nidimoru
- Music directors : Sachin-Jigar, Justin Varghese, Badshah, Sachin Sanghvi, Jigar Saraiya, Jam8
- Production Companies : Maddock Films, Jio Studios, Jio Platforms
- Screenplay : Niren Bhatt
- Screen Time : 2h 27m
- IMDb RATING : 7.1/10
- আরও বিস্তারিত জানুন Stree 2 : Sarkate Ka Aatank তে ক্লিক করে।
Stree 2 Synopsis
Stree 2 সিনেমার প্রথমে দেখানো হয়েছে একটি মেয়ে কে সারকাটা নামের ভূত তুলে নিয়ে যায়। তারপর দেখানো হয়ে Rudra এর কাছে সরকাটা যে এসেছে তার জন্য সতর্কবার্তা একজন পাঠিয়েছে। সেই সতর্কবার্তা নিয়ে যায় Vicky এর কাছে কিন্তু Vicky সেটা দেখে কিছু বুঝতে পরে না প্রথমে। পরে দেখা যায় সারকাটা Bittu এর girlfriend Chitti কেও তুলে নিয়ে যায়।
Chitti কে খুজতে গিয়ে তারা রাস্তার একজন যাযাবর এর সঙ্গে কথা বলে বুঝতে পরে Chitti কে একজন তুলে নিয়ে গেছে যার মাথা নেই। সেই সময় Vicky এর সঙ্গে সিনেমার Actress Shraddha Kapoor এর কথা হয় । সে তাকে সারকাটা এর ব্যাপারে জানায়। সে বলে Stree চলে গেছে বলে সারকাটা এসেছে। সে আরও বলে সারকাটা কে আটকাতে হবে। পরে আরও কিছু সতর্কবার্তা এলে Vicky বুঝতে পারে Stree কে যে কোনো ভাবে ফিরিয়ে আনতে হবে সারকাটা কে আটকাতে হলে।
Stree কে আনতে হলে প্রথমে দিল্লি থাকা তাদের বন্ধু Janna কে আনতে হবে। কারণ তার কাছে কিছু অলৌকিক শক্তি আছে, তার মাধ্যমে তারা Stree কাছে পৌঁছতে পারবে। Janna তাদের Stree এর কাছে পৌঁছানোর চেষ্টা করলে সেখানে তাদের সারকাটা attack করে তাদের ওপর শেষে সিনেমার Actress Shraddha Kapoor এসে তাদের বাঁচায় কারণ তারকাছে Stree এর চুল ছিল। তার সাহায্যে সে সারকাটা এর সঙ্গে লড়াই করে। কিন্তু যদিও সেও সময় সারকাটা এর সাথে পেরে ওঠে না। পরে সারকাটা সেখান থেকে চলে যায়।
Shraddha Kapoor, Vicky কে একটি ছুরি দিয়ে বলে ওটা কে সারকাটা এর বুকে একবারেই চালিয়ে দিলে সারকাটা শেষ হয়ে যাবে। তাই সারকাটা কে নিয়ে আসার ফাঁদ পাততে থাকে Vicky ও তার বন্ধুরা। সেই জন্য তারা একটা নাচের আয়োজন করে । কিন্তু তাতে সারকাটা এলে Vicky তার সঙ্গে পেরে ওঠে না। সারকাটা নৃত্য করার জন্য নিয়ে আসা Shama কে তুলে নিয়ে যায়। সব মেয়েদের কে সে একটা পাথর এর মধ্যে বন্দি করে রাখে। পরে যে তাদের সতর্কবার্তা গুলি পাঠিয়ে ছিল তার সঙ্গে দেখা করে সে বলে সে সারকাটা এর একজন বংশধর। সে তাদের সারকাটা এর সাথে লড়ার উপায় বলে।
সেই অনুযায়ী Vicky ( Rajkumar Rao) ও Shraddha Kapoor পাথর এর মধ্যে ঢুকে যায় দিয়ে সারকাটা এর সাথে যুদ্ধ করে। যখন তারা দুজন হেরে যায় তখন Bhediya আসে যা Janna আগে থেকে তাকে বলে রেখে ছিল আসার জন্য। যখন Bhediya ও হেরে যায় তখন Shraddha Kapoor আসল Stree কে ডেকে দেয়। তার ডাকে আসে Stree কারণ সে তার মা। Stree এসে সারকাটা কে শেষ করে দেয় Vicky, Shraddha ও Bhediya তাকে সাহায্য করে।
সিনেমার শেষে সেখানে Bhediya ( Varun Dhawan) বলে রক্তচোষা কোনো জীবের কথা দিয়ে যা দিয়ে Bhediya 2 সিনেমার একটা plot একটু তৈরি হয়।
একদম শেষ দৃশ্য তে দেখানো হয় সারকাটা এর বংশধর ( Akshay Kumar) যে তাদের সারকাটার আসার ব্যাপারে সতর্কবার্তা দিয়েছিল সে পরবর্তী সারকাটা এর ক্ষমতা পায়।
Stree 2 movie Cameo Scene
Stree 2 সিনেমায় Cameo দৃশ্য তে দেখি Varun Dhawan এর উপস্থিতি Bhediya রূপে। শেষের ক্লাইম্যাক্স দৃশ্য তে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই Bhediya চরিত্রের। যা সিনেমার শেষ দৃশ্য গুলি কে একটা বিশেষ দিক দিয়েছে।
Stree 2 movie Cast Performance
সিনেমা টি তে Rajkummar Rao ও Shraddha Kapoor এর অভিনয় খুব ভালো হয়েছে। তারকাদের অভিনীত Comedy দৃশ্য গুলো দর্শক প্রচুর পরিমানে উপভোগ করেছে।
Sunil Kumar তিনি সারকাটা এর চরিত্রে প্রশংসনীয় অভিনয় করেছেন। Pankaj Tripathi তিনি Rudra এর চরিত্রে , Aparshakti Khurana তিনি Bittu এর চরিত্রে ও Abhishek Banerjee তিনি Janna এর চরিত্রে চমকপ্রদ অভিনয় করেছেন। সব মিলিয়ে দেখলে সমস্ত চরিত্রের অভিনয় গুলো খুব ভালো হয়েছে।
Stree 2 movie Horror and Comedy
সিনেমা তে Rajkummar Rao, Aparshakti Khurana, Abhishek Banerjee ও Pankaj Tripathi এই তারকা দের কমেডি দৃশ্য গুলো শেষ পর্যন্ত ছিল। যা দর্শকরা খুব উপভোগ করেছে। Sunil Kumar এর সারকাটা এর অভিনয়ে Horror দৃশ্য গুলো সবার মনে ভয় এর সঞ্চার করেছে কিছু সময়ের জন্য যদিও Horror দৃশ্য গুলোও তেও একটু একটু Comedy উপভোগ করেছে সবাই।
Stree 2 movie Music and Sound Design
সিনেমার Aaj Ki Raat ও Aayi Nai গান দুটি সব গুলো গানের মধ্যে বেশি জনপ্রিয় হয়েছে। Horror ও comedy দৃশ্য অনুসারে Background music টাও সিনেমা প্রেমীদের খুব আনন্দ দিয়েছে। এছাড়াও Tumhare Hi Rahenge গান টার খুব মধুর সুর হয়েছে।
Stree 2 movie Final take
Stree 2 সিনেমাটি Director Amar Kaushik এর স্পর্শে খুব সুন্দর উপস্থাপিত হয়েছে । Rajkummar Rao ও Shraddha Kapoor এর মুখ্য চরিত্রে অভিনয় করা এই সিনেমা তে সারকাটা নামক এক ভূত কে শেষ করার কাহিনী তে horror ও comedy যেমন দেখানো হয়েছে তেমন Actor Rajkummar Rao ও actress Shraddha Kapoor এর মধ্যে প্রেমের মুহূর্ত গুলো তুলে ধরা হয়েছে , যা দর্শক দের মন চুরি করে নিয়েছে।
- এটাও জানুন
Premalu movie Review : New generation comedy romantic entertaining film of 2024
People Also Ask
Stree 2 সিনেমাটি কে পরিচালনা করেছেন?
Stree 2 সিনেমাটি পরিচালনা করেছেন Amar Kaushik।
Stree 2 সিনেমায় মুখ্য চরিত্রে কারা অভিনয় করেছেন?
মুখ্য চরিত্রে অভিনয় করেছেন Rajkummar Rao এবং Shraddha Kapoor। এছাড়াও Pankaj Tripathi, Abhishek Banerjee, Aparshakti Khurana সহ আরো তারকারা অভিনয় করেছেন।
Stree 2 সিনেমার গল্প কী নিয়ে?
Stree 2 সিনেমার গল্পে একটি ভুতের নাম ‘সারকাটা’ নিয়ে তৈরি। Vicky এবং তার বন্ধুদের সাথে এই ভুতকে শেষ করার প্রচেষ্টা এবং Vicky ও Shraddha Kapoor-এর মধ্যে প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে গল্পটি গড়ে উঠেছে।
Stree 2 সিনেমার কাহিনীতে কে মূল ভিলেন?
সারকাটা নামক একটি ভূত সিনেমার মূল ভিলেন, যে মেয়েদের তুলে নিয়ে যায়।
সিনেমায় Bhediya চরিত্রটি কার দ্বারা অভিনীত?
Bhediya চরিত্রটি Varun Dhawan অভিনয় করেছেন, যিনি সিনেমায় একটি গুরুত্বপূর্ণ ক্যামিও চরিত্রে উপস্থিত ছিলেন।
Stree 2 সিনেমায় সেরা কমেডি চরিত্র কারা ছিল?
Rajkummar Rao, Aparshakti Khurana, Abhishek Banerjee এবং Pankaj Tripathi এর কমেডি চরিত্র গুলো দর্শকদের বেশ উপভোগ করিয়েছে।
Stree 2 সিনেমার জনপ্রিয় গান কোনগুলো?
সিনেমার “Aaj Ki Raat” এবং “Aayi Nai” গান দুটি দর্শকদের মাঝে বেশ জনপ্রিয় হয়েছে।
সিনেমার IMDb রেটিং কত?
Stree 2 সিনেমার IMDb রেটিং ৭.১/১০।
Stree 2 সিনেমায় কোন ভৌতিক চরিত্রের জন্য প্রশংসা করা হয়েছে?
Sunil Kumar এর অভিনীত সারকাটা চরিত্রটি ভৌতিক দৃশ্যে প্রশংসা পেয়েছে।
Stree 2 সিনেমার প্রযোজক কারা?
Stree 2 সিনেমার প্রযোজক Dinesh Vijan এবং Jyoti Deshpande।
- এটাও দেখুন